ঢাকা ৩০শে মে, ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
বিশেষ প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া ও ঈদের ভাল খাবার থেকে বঞ্চিত পথশিশুসহ প্রায় শতাধিক হকারদের একবেলা খাবার দিয়েছেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটি সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন।
সোমবার (৮ জুন) দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকায় সৌদিআরব প্রবাসীর অর্থায়নে তাদের মাঝে খবার পরিবেশন করেন শ্রমিক লীগের এই নেতা।
এ সময় তিনি বলেন ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে আমি কিছু ঈদ বস্ত্র বিতরণ করি। গণমাধ্যম বিষয়টি প্রচার হলে সৌদি প্রাবাসী আমার বন্ধুর চোখে পড়ে। তিনি আমার সাথে যোগাযোগ করে তাদের ঈদের খাবারের মত একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তার অর্থায়নে আজ প্রায় শতাধিক ছিন্নমূল শিশুসহ হকারদের একবেলা খাবারের ব্যবস্থা করি।
ছিন্নমূল পথশিশুরা বলেন, আমাদের বিরিয়ানি খাওয়াইতে চেয়েছিলো। কিন্তু ওতো ভাল খাবার আমরা খেতে পারি না। তাই আমাদের কথামত ভাত, গরুর গোস্ত, ডাল ও সবজির ব্যাবস্থা করেছেন। আমরা অনেকদিন পরে পেট ভরে একবেলা খাবার খেলাম। ঈদেও এ ধরনের খাবার আমরা খেতে পারি না। লায়ন স্যার আমাদের প্রায়ই খাবার দেন। আল্লাহ্ যেন তার মঙ্গল করেন।
Design and developed by POPULAR HOST BD