গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে নয় জুয়াড়ী আটক

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে নয় জুয়াড়ী আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ৯ জুয়াড়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ০৯.০৬.২০ ইং সকাল পর্যন্ত উপজেলার ফারাজিপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ মোসলেম উদ্দি কারী(৫৫), ময়নুল (২৯),পিতাঃ আইয়ুব আলী, জিয়াউর রহমান (৩৮), পিতা- আঃ সামাদ ফিরোজ কবির (৩৩),পিতা মৃতঃ জয়নাল, সাব্বির (২৫)সাং খোলাহাটি ফারাজিপাড়া।

বাদিয়াখালীর রিফায়তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রসিদুল (৪৪),মৃতঃ কলিম উদ্দিনের ছেলে আতোয়ার (৪০),মৃতঃ ইউনুস আলীর ছেলে শাহআলম (৩৬),আবুল কাশেমের ছেলে জাহিদুল (৪২),

জানা যায় গোপন সংবাদের ভিক্তিতে এস, আই, হাছানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে জুয়াড়ীদের আটক করে।
গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ শাহরিয়া বিষয়টি নিচ্শিত করেন।



⤴সংবাদটি 98101 বার পঠিত/ শেয়ার করে সংবাদের সাথে থাকুন,
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •