সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃতদের পূর্নবহালের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃতদের পূর্নবহালের দাবিতে মানববন্ধন

সাভার (ঢাকা): সাভারে পোশাক শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুর্নবহাল ও বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক সংগঠন ও শ্রমিকরা।

শুক্রবার (১২ জুন) দুপুরে সাভারের রানা প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রমিক নেতা ও শ্রমিকরা জানান, করোনাকালে শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে তাদের বিভিন্নভাবে হয়রানি করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা বন্ধকালীন সময়ে মোবাইল ফোনে অনেক শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয় জানানো হয়। এছাড়া শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা না দিয়ে ৪০ শতাংশ মজুরি কাটা হয়েছে, যা অমানবিক।ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুর্নবহাল করতে হবে। করোনাকালে কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শ্রমিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, সুমাইয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, শফিউল আলম,দেলোয়ার হোসেনসহ আরও অনেকে ।

এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আরও ১০টি শ্রমিক সংগঠন।



⤴সংবাদটি 9889 বার পঠিত/ শেয়ার করে সংবাদের সাথে থাকুন,
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •