ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ ইং | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
কলকাতা প্রতিনিধিঃ শনিবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের ভেদিয়া অঞ্চলের মালঞ্চ ও তালিমবাটি গ্রামের গরিব ও দুঃস্থ পরিবারের মানুষদের হাতে চাল, আলু, ডাল, তেল, লবন ও হাত ধোবার জন্য সাবান বিতরন করলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ত অভেদানন্দ থান্দার ও আউসগ্রামের তৃনমূলের নেতা সমাজসেবী দাতা আব্দুল লালন। শনিবার তৃনমূলের বিধায়ক ও নেতৃত্বের চাল ডাল সহ রিলিফ সামগ্রী গ্রামাঞ্চলের গরিব দুঃস্হ মানুষদের হাতে তুলে দেওয়াই খুশি গ্রামের মানুষ।
দাতা আব্দুল লালন বলেন, লক-ডাউন সময়কালে গ্রামাঞ্চলের মানুষের হাতে কাজ নেই। সেই কারনে চরম কষ্টে দিন কাটছে গ্রামাঞ্চলের মানুষদের। আমরা লাগাতর ভাবে রিলিফ বিতরন করছি ।
এর আগে পুলিশ কর্মীদের টিফিন ও জলের বোতল দিয়ে তাদের সম্মান জানানোর পাশাপাশি উৎসাহিত করা হয়। তারপর সাধারন মানুষদের খাবারের জন্য রিলিফ বিতরন করা হয়।
Design and developed by POPULAR HOST BD