ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ ইং | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনের উদ্দেশ্যে চেম্বারের পরিচালকবৃন্দের সাথে জেলার সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের ভবন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।
সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, চেম্বারের পরিচালক মোতাহার হোসেন পলাশ, জনতা ব্যাংকের ডিজিএম জাহিদুর রহমান, রাকাবের প্রিন্সিপাল অফিসার জীবন মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা বক্তব্য রাখেন। সভায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় জেলার প্রায় ৫০ জন শাখা ব্যবস্থাপকরা অংশ গ্রহন করেন।
⤴সংবাদটি 9889 বার পঠিত/ শেয়ার করে সংবাদের সাথে থাকুন,
Design and developed by POPULAR HOST BD