ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ ইং | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
র্যাব-১২, বগুড়ার স্পেশাল কোম্পানী আভিযানিক দল সোনাতলা উপজেলায় পৃথক ২টি অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধা ৭টা থেকে ৮টা পর্যন্ত র্যাব-১২ এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১২ স্পেশাল ক্যাম্প সূত্রে জানা যায়, সোনাতলা উপজেলার হুয়াকুয়া বাজার হতে হরিখালী বাজারগামী পাকা রাস্তার হুয়াকুয়া মসজিদের সামনে অভিযান চালিয়ে পাকুল্লা গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী (৩৪), হুয়াকুয়া গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের পুত্র মোঃ মোজাম্মেল হক (৬৮) কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা ২৫৫ পিস ইয়াবা ও ১টি মোবাইল এবং ২টি সিম উদ্ধার করা হয়।
এদিকে অপর একটি অভিযানে সোনাতলা থানার ৪নং ওয়ার্ডের উত্তর কালাইহাটা গ্রামের মোঃ ইছাহাক আলী এর বাড়ীর সামনে ওয়াবদার বাঁধ পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের পুত্র, মাদক ব্যবসায়ী আব্দুল হালিম (২৭) কে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
Design and developed by POPULAR HOST BD