বিআরটিএর বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল। আজ গণমাধ্যমকে তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের ওপর চাপিয়ে দেয়া এরকম অমানবিক সিদ্ধান্তের আমি নিন্দা জানাই। যেখানে বিশ্বে জ্বালানি তেলের দাম নিম্নমুখী ও ঢাকার সাধারণ মানুষ নিজেদের উপার্জন নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন, সেখানে বাসের ভাড়া অবশ্যই কমানো উচিত।
তিনি ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের প্রতি আহবান জানিয়ে বলেন, যেভাবে আপনি সব বাড়ির মালিকদের অনুরোধ করেছিলেন ভাড়া কমানোর জন্য, সেইভাবে এখনও আপনি একইরকম উদ্যোগ নেন। আতিকুল ইসলাম মানুষের সেবায় অংশ নেবেন সেই প্রত্যাশা করেন তাবিথ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাবিথ আওয়াল। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রাহমান মুছাব্বিরের উদ্যোগে ২৬ নং ওয়ার্ডের পশ্চিম কাওরান বাজারে এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান, স্বেচ্ছাসেবকদল তেজগাঁও থানার সহসভাপতি রেয়হান জমাদার রাসেল প্রমুখ।
এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডে বিগত নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী মাসুম খান রাজেশ, ৯ নম্বর ওয়ার্ডে ইমরান হোসাইন, ১৩ নম্বর ওয়ার্ডে আনোয়ার সাদাত খান রনি খাবার বিতরণ করেন।