সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

বরিশালে প্রবাসীর বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৬ অপরাহ্ন

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে মাসহ তিন নিকটাত্মীয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, প্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম (৬৫), তার ভগ্নিপতি সামসুল আলম সফিক (৬০), খালাতো ভাই মো. ইউসুফ (২২)।গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর একতলা বাড়িতে ঢুকে তাদের হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সলিয়াবাকপুর গ্রামের হাফেজ আব্দুর কুয়েতের একটি মসজিদের ইমাম। রবের বৃদ্ধা মা মরিয়ম বেগমের বাড়িতে তার বোনের ছেলে ইউসুফ মাঝেমধ্যে এসে বসবাস করতো। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ইউসুফ ওই বাড়িতে আসে। একইভাবে মরিয়মের জামাতা আলম হাওলাদার দুদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। হাফেজ আবদুর রবের বৃদ্ধ মা মরিয়মসহ ওই তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকালে ওই ভবনের ভেতরে জামাই আলম হাওলাদারের রক্তাক্ত মরদেহ লেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। একইভাবে আলমের শাশুড়ি মরিয়ম বেগমের ক্ষত বিক্ষত মরদেহ ভবনের বেলকনিতে এবং মরিয়মের বোনের ছেলের মরদেহ হাত পা বাধা অবস্থায় পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। জামাতা আলম হাওলাদারের বাড়ি স্বরূপকাঠি বলে জানা গেছে।

 

এ বিষয়ে প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী ইসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় সাংসদ শাহে আলম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। খবর পেয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর