শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

দেরিতে হলেও সোনালী ব্যাংক লিমিটেডের Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস চালু

Reporter Name / ৮৫৯ Time View
Update : রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৬:২১ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্ট: দেরিতে হলেও সোনালী ব্যাংক লিমিটেড Sonali eWallet ও Sonali eSheba নামে দুইটি মোবাইল এ্যাপস চালু করেছে। গুগল প্লে-স্টোর থেকে এ্যাপস দুইটি সহজেই ডাউনলোড করা যাবে। এখন থেকে সোনালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য কোন ব্যাংকের শাখায় যেতে হবে না। ঘরে বসে আপনি মোইলে Sonali eSheba নামে এ্যাপস দিয়ে নিজের একাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া যাদের একাউন্ট আগে থেকে আছে তারা Sonali eWallet এ্যাপস দিয়ে নিজের একাউন্ট থেকে যে কোন বানিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। Sonali eWallet এ্যাপস দিয়ে গ্রাহকরা মোবাইলে টাকা পাঠানো, বিদ্যুৎ বিল, পানির বিল, ইনকাম ট্যাক্স, ভ্যাটের টাকা পরিশোধসহ বিভিন্ন সেবা নিজের মোবাইল থেকে নিতে পারবেন। এছাড়া সোনালী ব্যাংকের নিজের একাউন্ট থেকে Bkash একাউন্টে টাকা নেয়া যাবে এবং Bkash একাউন্ট থেকে সোনালী ব্যাংকের নিজের একাউন্টে টাকা পাঠানো যাবে।

 তবে সোনালী ব্যাংক লিমিটেডের Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস দুইটির অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মতো টেলিভিশন ও সংবাদপত্রে প্রচার প্রচারণা না থাকায় অধিকাংশ গ্রাহক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোনালী ব্যাংক লিমিটেড ফুলছড়ি শাখা, গাইবান্ধার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আতাউর রহমান প্রধান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ  Sonali eWallet ও Sonali eSheba সেবা উদ্বোধন করেন। ইতোমধ্যে এই এ্যাপস দুইটির মাধ্যমে গ্রাহকরা সেবা নিতে শুরু করেছে। আমরা চেষ্টা করছি গ্রাহকদের Sonali eWallet ও Sonali eSheba এ্যাপসের মাধ্যমে ঘরে বসে সেবা গ্রহন করতে। বিশেষ করে করোনা মহামারির সময় Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস গ্রাহকদের নিরাপদ রাখবে।

সোনালী ব্যাংক লিমিটেড পুরান বাজার শাখা, গাইবান্ধার ব্যবস্থাপক মোঃ রকিবুল হাসান বলেন, করোনার মহামারির সময় অনেক গ্রাহক ব্যাংকে আসতে ভয় পায়। তারা Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস ব্যবহার করে ঘরে বসে সেবা নিতে পারছেন। তিনি আরও বলেন, পুরান বাজার শাখায় গত ৮ কর্ম দিবসে ১০৭ জন গ্রাহক Sonali eWallet সেবা গ্রহন করেছেন। আগামীতে এই সেবা যাতে অধিক সংখ্যক গ্রাহক নিতে পারে তার জন্য আমরা গ্রাহকদের উৎসাহিত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর