সোমবার , ১৪ অক্টোবর ২০১৯ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ক্যাসিনো মার্কা যুবলীগ চাই না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিবেদক
SHABBIR DIGITAL
অক্টোবর ১৪, ২০১৯ ১:৪২ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবেন না। যদি এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। রবিবার বিকালে জামালপুরের ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণির আদর্শে গড়া যুবলীগ চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিব দিবস) উপলক্ষে সারাদেশে ১৪০০০ মুক্তিযোদ্ধাদের পাকা ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি।

ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুল হক খান এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোজায়েত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও এএসপি সুমন মিয়া প্রমুখ। মন্ত্রী এর আগে এক কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন আদালত

Design and Developed by BY AKATONMOY HOST BD