শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

বরগুনা রিপোর্টার্স ইউনিটির বরখাস্তকৃত সহ-সভাপতি মান্নুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ৬:২৭ অপরাহ্ন

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার রিপোর্টার্স ইউনিটির অর্থ আত্মসাৎ ও কার্যকরী কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর অপপ্রচারের দায়ে রিপোর্টার্স ইউনিটির বরখাস্তকৃত সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময়ের বরগুনা জেলা প্রতিনিধি মাহবুবুল আলম মান্নুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। ২৫ মে বুধবার সকাল ১১ টায় বরগুনা রিপোর্টার্স ইউনিটি হলরুমে সংবাদ সম্মেলন করেন রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাফিন।

তিনি তার বক্তব্যে বলেন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির বরখাস্তকৃত সহ-সভাপতি মাহাবুবুল আলম মান্নু রিপোর্টার্স ইউনিটি বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। ১২ মে কার্যকরী কমিটির সভায় তাকে হিসাব দাখিলের জন্য তিনদিনের সময় প্রদান করা হয় কিন্তু তিনি হিসাব না দিয়ে ১৫ মে সকালে রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির সদস্যদের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অপবাদ মূলক পোস্ট দিয়ে আত্মগোপন করেন। ১৫ মে তারিখ সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে তাকে না পাওয়ায় কার্যকরী কমিটির সভায় সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং আয়-ব্যয়ের হিসাব প্রদানের জন্য আরও তিন দিনের সময় প্রদান করা হয়।

যথা সময়ে তিনি হিসাব দিতে না পেরে ২৩ মে গভীর রাতে তার ফেসবুকে একটি হাস্যকর কমিটির তালিকা প্রকাশ করেন। তার তালিকা উপদেষ্টা কমিটিতে ১ নং ক্রমিকের রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি মোঃ এনামুল কবির খোকন এর নাম রয়েছে। ৯ নং ক্রমিকের ইফতেখারুল ইসলাম শাহীন ১১ নং ক্রমিকে সজিবুল ইসলাম ১৪নং ক্রমিকে আসাদুল হক সবুজ ১৯ নং ক্রমিকে বীরেন্দ্র কিশোর ২৬ নং ক্রমিকে মোঃ সানাউল্লাহ ২৭ নং ক্রমিকে সাইফুল ইসলাম রাফিন ২৮ নং ক্রমিকে মোঃ জুলহাস মিয়া এর নাম রয়েছে। এরা সকলেই বরগুনা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয় কমিটিতে থাকা অনেক সদস্যই বলেছেন যে তাদের কোনো মতামত না নিয়েই মান্নু কমিটিতে তাদের নাম লিখেছেন। এছাড়া কমিটিতে ব্যবহৃত আরো অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় যে তাদের কোনো মতামত না নিয়েই উদ্দেশ্য হাসিলের জন্য তিনি নতুন কমিটি ঘোষণা দিয়েছেন।মাহবুবুল আলম মান্নু আমাদের অগোচরে কোনরূপ মতামত না নিয়ে একটি অবৈধ কমিটিতে আমাদের নাম প্রচার করে সম্মানহানি করেছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা মান্নুকে তার এই অপপ্রচার বন্ধের জন্য অনুরোধ করছি।

তিনি এই ভুয়া কমিটিতে আমাদের নাম লিখে ডিজিটাল মাধ্যমে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রচার করে আমাদের হেয় প্রতিপন্ন করছেন। তিনি তার এই অপপ্রচার বন্ধ না করলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। ২৪ মে তারিখের কার্যকরী কমিটির সভায় মান্নু তার দুই সহযোগীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত মান্নুর প্রচারিত কমিটির ও কোন বৈধতা নেই। তাই রিপোর্টার্স ইউনিটির সাথে মান্নুর কোন সংশ্লিষ্টতা নেই। রিপোর্টার্স ইউনিটি সংক্রান্ত যে কোনো যোগাযোগের ক্ষেত্রে রিপোর্টার্স ইউনিটির বর্তমান অফিস রওশন আরা ভবন, ১০ সুলতান আলী সড়ক, থানাপাড়া বরগুনায় যোগাযোগ করতে অনুরোধ করা হল। একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন বিষয়টি গুরুত্বের সাথে দেখে মান্নুর অপপ্রচার বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর