বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

গাইবান্ধার বোনারপাড়া গোডাউন থেকে ফিসপ্লেট চুরির মামলার কোনো অগ্রগতি নেই

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫২ পূর্বাহ্ন
বোনারপাড়াস্থ বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপ-সহকারি প্রকৌশলীর (ওয়ে) ই-৬৭-এ নম্বর গোডাউন

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়াস্থ বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপ-সহকারি প্রকৌশলীর (ওয়ে) ই-৬৭-এ নম্বর গোডাউন থেকে ১৩ লাখ ২৯ হাজার ৯০০ টাকা মুল্যের ফিসপ্লেট চুরির মামলার কোনো অগ্রগতি নেই। পুলিশের আসামি গ্রেপ্তারের উদ্যোগ নেই। এদিকে জড়িত রেল কর্মচারিদের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি। তবে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ফিসপ্লেট চুরির ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়েছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, বামনডাঙ্গার জেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী(ওয়ে) দীপক কুমার সিংহগত ২০১৩ সালের ২৮ ডিসেম্বর হতে ২০১৫ সালের ১০ আগষ্ট তারিখ পর্যন্ত বোনারপাড়া জেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী(ওয়ে) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালের ১৮ আগষ্ট চলতি বছর ১৭ সেপ্টম্বর পর্যন্ত মো. আফজাল হোসেন, মহেন্দ্র নাথ, মো. আকবর আলী, আবারও আফজাল হোসেন(অতিরিক্ত দায়িত্ব) ও মো. আকবর আলী এবং সর্বশেষ মাজেদুল ইসলাম(অতিরিক্ত দায়িত্ব) ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে আসছেন।

দীপক কুমার সিংহ ২০১৫ সালের ১৮ আগষ্ট দায়িত্ব বুঝে দেওয়া কালীন মো. আফজাল হোসেনকে বগুড়ায় বদলি করা হয়। যে কারণে কাগজে কলমে সম্পূর্ণ দায়িত্ব হস্তান্তর করা সম্ভব হয়নি। এরপর জেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী(ওয়ে) দীপক কুমার সিংহ লালমনিরহাট, তিস্তা, পার্বতীপুর এবং সর্বশেষ বগুড়ায় সহকারী প্রকৌশলী হিসেবে ২০১৮ সালের ৩১ আগষ্ট অবসরে যান। ২০১৫ থেকে দিপক কুমার সিংহ মো. আফজাল হোসেন, মহেন্দ্র নাথ ও আকবর আলীকে দায়িত্ব বুঝে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের ঘনঘন বদলীর কারণে কেউ সম্পূর্ণ দায়িত্ব বুঝে নেয় নাই। অবশেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের বর্তমানে কর্মরত মাজেদুল ইসলামকে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি নানা অজুহাতে কাগজে কলমে মালামালের দায়িত্ব বুঝে নেওয়া থেকে বিরত থাকছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বোনারপাড়াস্থ সিনিয়র উপ-সহকারি প্রকৌশলীর (ওয়ে) গোডাউনে রেলপথ মেরামতের কাজে ব্যবহৃত প্রায় ১৪ হাজার ফিসপ্লেট রক্ষিত ছিল। গত ১০ আগষ্ট সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী মাজেদুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর করেন অবসরে যাওয়া সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী দীপক কুমার সিংহ। ওইদিন দায়িত্ব হস্তান্তরের পর গোডাউনটি খোলার পর গুনে গুনে ফিসপ্লেট বুঝে দেওয়ার সময় দেখা যায়, ৮ হাজার ৮৬৭ পিস ফিসপ্লেট নেই। এ সবের ওজন প্রায় ৪৪ দশমিক ৩৩ মেট্রিক টন। যার আনুমানিক মুল্য ১৩ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

সাবেক সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী (ওয়ে) দীপক কুমার সিংহ বিষয়টি তাৎক্ষনিক উর্দ্ধতন কর্তৃপক্ষ, স্থানীয় রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করেন। রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে ফিসপ্লেট চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশে ১০ আগস্ট বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। দীপক কুমার সিংহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় গোডাউনের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মী (রেল কর্মচারি) সবুজ মিয়া, রব্বানী মিয়া, রাজু মিয়া, সামিদুল ও মুকুল মিয়াকে আসামি করা হয়।

এদিকে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত একমাস সাতদিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু মামলার কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি জড়িত রেল কর্মচারিদের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি।

অপরদিকে ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগ থেকে দুইটি কমিটি বোনারপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করেন। তদন্ত কমিটি জানান, সরকারি দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীরা রেলওয়ের মালামাল রক্ষনাবেক্ষনের কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকেন। তারপরও তাদের যোগসাজস ছাড়া এই ধরণের চুরি সংঘটিত হতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মচারি অভিযোগ করেন, রেলের কিছু অসাধু কর্মচারি যোগসাজস করে লোহা ব্যবসায়ির কাছে এসব ফিসপ্লেট বিক্রি করে দেয়। রাতের আধারে ভ্যান ও পিকআপ যোগে এসব ফিসপ্লেট পাচার হয়েছে। একই কথা জানালেন গোডাউনের দক্ষিণ পাশে রেলগেট সংলগ্ন একাধিক দোকানি।

মামলার বাদী দীপক কুমার সিংহ বলেন, রেলওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তারপরও নিরাপত্তা প্রহরীদের গ্রেপ্তার করছে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ নিরাপত্তা প্রহরীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় চুরি বিষয়টি ধামাচাপায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পন্ডিত বলেন, অগ্রগতি নেই, অভিযোগটি সঠিক নয়। কারণ ঘটনার পর থেকে তদন্ত অব্যাহত আছে। এজাহার নামীয় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্ত তারা রেলের কর্মচারি। তাদের সংগঠন শক্তিশালি। তথ্য প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা যাচ্ছে না। সেগুলো সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, রেল কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিতে পারে। কর্তৃপক্ষ নির্দেশ দিলেও পুলিশ আসামিদের ধরতে পারে।

তবে নিরাপত্তাকর্মীদের পক্ষে রাজু মিয়া বলেন, চুরির সঙ্গে তারা জড়িত নন। এতগুলো ফিসপ্লেট হাতে করে বা ব্যাগে করে কোন কর্মচারি নিয়ে যেতে পারেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর